বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। অধিনায়কত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। ঢাকাকে সমীহ করলেও হ্যাটট্রিক শিরোপার মিশনে জয়ে শুরুর লক্ষ্য তার।
অন্যদিকে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দলে থাকায় আত্মবিশ্বাসী ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।আসরে স্পোর্টিং উইকেট চান তিনি। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চান তাসকিনও।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও গেলবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স।
নানা সমালোচনা মাথায় নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএলের দশ আসর। প্রথম ম্যাচেই উত্তাপ ছড়াচ্ছে আসরের সফল দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। নামে ও ভারে ঢাকার চেয়ে বেশ এগিয়ে কুমিল্লা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে এবারো শিরোপা ধরে রাখার মিশন গোমতীপাড়ের দলটির।
এবার নেতৃত্বেও এসেছে পরিববর্তন। জাতীয় দলের অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা লিটনের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিটন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানসহ যোগ দেয়ার কথা রয়েছে আরও কয়েক বিদেশির। প্রথম ম্যাচে সবাইকে না পেলেও দলের জয়ে তা কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন লিটন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘নেতৃত্বের সুযোগ দেয়ার জন্য কুমিল্লাকে ধন্যবাদ। এখন আমার সব চিন্তা-ভাবনা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে। চেষ্টা করব, আমার শতভাগ এখানে দেয়ার।
সূত্রঃ সময় টিভি অনলাইন