মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এরই মধ্যে সব দল নিজেদের অভ্যন্তরীণ কার্যক্রম গুছিয়ে নিয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর একদম শেষমুহূর্তে এসে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্টকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে, আরব আমিরাতের আইএল২০ লিগ শেষ করে চট্টগ্রামের ডেরায় যোগ দেবেন সল্ট। এই প্রথমবার তিনি বিপিএল খেলতে আসছেন।
কুড়ি ওভারের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য বেশ খ্যাতি রয়েছে সল্টের। ক্রিকেটের স্বীকৃত এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৫২.৬৯ স্ট্রাইক রেটে ৫ হাজার ১৭৫ রান করেছেন তিনি।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন সল্ট। আন্তর্জাতিক টি-২০তে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
বিপিএলের দশম আসর মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।