

সিরিজে শেষ টি-টোয়েন্টিতে কাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। প্রথম দুইটিতে হেরে আগেই সিরিজ খোয়ানো আফগানদের জন্য কালকের ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মঞ্চ। তবে সে লক্ষ্যে সফল হতে পারেননি মোহাম্মদ নবীরা। তবে দুই দলের ম্যাচটি ছড়িয়েছে অবিশ্বাস্য রোমাঞ্চ। একই সঙ্গে জন্ম দিয়েছে বিতর্কেরও।
আগে ব্যাট করতে নেমে ২২ রানে ৪ উইকেট হারালেও পরে রোহিত শর্মার দুর্দান্ত শতক আর রিঙ্কু সিংয়ের ৬৯ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২১২ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে আফগনরাও ২১২ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এদিকে জোড়া সুপার ওভারে গড়ানো টানটান উত্তেজনার এই ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। প্রথম সুপার ওভারে আউট হয়েও দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করেছেন তিনি আইসিসির নিয়ম অনুযায়ী যা বৈধ নয়।
প্রথম সুপার ওভারে আফগানিস্তানের দেয়া ১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ বলে ভারত তুলে ১৫ রান। জয়ের জন্য ভারতের যখন শেষ বলে প্রয়োজন ২ রান রোহিত তখন ছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। এসময় ভারতীয় অধিনায়ক মাঠ থেকে ওঠে গিয়ে ব্যাটিংয়ে পাঠান রিঙ্কু সিংকে। রিঙ্কু তাঁর চেয়ে দ্রুত দৌড়াতে পারবেন এমন ভাবনায়ই নিজেকে রিটায়ার্ড আউট করে ওঠে যান ভারতীয় অধিনায়ক।
এদিকে প্রথম সুপার ওভারের শেষ বলে ভারত নিতে পারে ১ রান, ফলে সুপার ওভারও টাই হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এবার আগে ব্যাট করে ফরিদ আহমেদের ৩ বলেই ১১ রান করেন রোহিত। আর ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানেই আটকে যায় আফগানিস্তান, ফলে জয়ী হয় ভারত।
তবে আইসিসির প্লেয়িং কন্ডিশনের ২২ ধারা অনুসারে, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরের সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। এদিকে আইসিসির স্কোরকার্ডে লিখা আছে, প্রথম সুপার ওভারে রিটায়ার্ড আউট হয়েই মাঠ ছেড়েছেন রোহিত। সেক্ষেত্রে দ্বিতীয় সুপার ওভারে তাঁর ব্যাট করতে পারার কথা নয়।
এদিকে ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, রোহিত রিটায়ার আউট ছিলেন। তিনি বলেন, ‘নিজেকে ওই সময়ে আউট করা অশ্বিন পর্যায়ের চিন্তাভাবনা।’ সেক্ষেত্রে রোহিত আউট হয়ে থাকলে দ্বিতীয় সুপার ওভারে তাঁর ব্যাটিং করাও ছিল অবৈধ। এদিকে আফগান কোচ জনাথন ট্রট জানিয়েছেন এ ব্যাপারে তার কোনো ধারণাই নেই।
ট্রট বলেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে? বলতে চাচ্ছি, এটা নতুন কিছু। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা নিয়মগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা করছি, নীতিমালাকে পরীক্ষা করছি।’
সূত্রঃ ঢাকা মেইল









