একনজরে দেখে নিন বিপিএল ২০২৪ এর সময়সূচি

ক্রিকেট দুনিয়া January 17, 2024 2,153
একনজরে দেখে নিন বিপিএল ২০২৪ এর সময়সূচি

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু তার ঠিক আগেই উদ্বোধনী দিনের ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিপিএলের আসন্ন আসরের সূচি আগেই ঘোষণা করেছিল আয়োজক কমিটি। যেখানে দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। আর রাতের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।


টুর্নামেন্ট জুড়ে শুক্রবারের ম্যাচগুলো অবশ্য ২টায় আর রাতের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে। তবে এই সময় সূচিতে পরিবর্তন এনেছে আয়োজক কর্তৃপক্ষ। পরিবর্তিত সূচি অনুযায়ী বিপিএলের দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটা থেকে। আর রাতের ম্যাচগুলো হবে সাড়ে ৭টা থেকে।


টুর্নামেন্ট জুড়ে প্রতি ইনিংসের ব্যপ্তি হবে দেড় ঘণ্টা করে। দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের পর ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। দ্বিতীয় ইনিংস সম্ভাব্য শুরুর সময় রাখা হয়েছে বেলা ৪টা ২০ মিনিট থেকে। আর রাতের ম্যাচের মাঝেও ২০ মিনিটের বিরতি রয়েছে। দ্বিতীয় ইনিংসের সম্ভাব্য সময় ধরা হয়েছে ৯টা ২০ মিনিট থেকে।