যেসব নতুন নিয়ম থাকছে বিপিএলের এবারের আসরে

ক্রিকেট দুনিয়া January 17, 2024 1,958
যেসব নতুন নিয়ম থাকছে বিপিএলের এবারের আসরে

মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। ইতোমধ্যেই শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো।আইসিসির সঙ্গে মিল রেখে এবারের বিপিএলের নিয়ম-কানুনেও থাকছে পরিবর্তন। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।


রকিবুল দাবি করেন, বিপিএলে এবার মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে। টুর্নামেন্টটির প্লেয়িং কন্ডিশনেও কিছু পরিবর্তন আসছে বলে জানান তিনি। বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বারও একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান। বিপিএলের আগের আসরে ছিলো না এই নিয়ম।


এছাড়াও এবারের বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। টাইমড আউটের পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি। তবে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটিং দলকে। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।


তীব্র শীত আর কুয়াশাচ্ছন্ন দিনে ঝিমিয়ে আছে হোম অব ক্রিকেটও। তবে এবার উইকেট নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল বেশ আগে। কিউরেটর ও ভেন্যু ম্যানেজারদের নির্দেশনা দিয়েছিল টেকনিক্যাল কমিটি। আসন্ন বিপিএলে হাই স্কোরিং উইকেট চায় বিসিবি। সিলেট ও চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে বেশি চিন্তা থাকলেও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক আশা করেন, ঢাকাতেও এবার রানের ফুলঝুরি ছুটবে।


সূত্রঃ চ্যানেল২৪