টি-২০ তে সিকান্দার রাজার টানা ৫ ফিফটির রেকর্ড

ক্রিকেট দুনিয়া January 15, 2024 4,821
টি-২০ তে সিকান্দার রাজার টানা ৫ ফিফটির রেকর্ড

জিম্বাবুয়ে ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় সিকান্দার রাজা। জিম্বাবুয়ে দলের ওয়ান ম্যান আর্মি বলা যায় তাকে । দল না জিতলেও ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি । রোববার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে ৬২ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার বিশ্বরেকর্ড গড়েন তিনি।


ক্রিস গেইল টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। ব্রেন্ডন ম্যাককালাম মারকুটে ব্যাটসম্যান। রেজা হেনড্রিকসও তাই । আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সবার ছিল টানা চারটি করে ফিফটির রেকর্ড। তবে রোববার রাতে গেইল-ম্যাককালাম-হেনড্রিকসদের পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।


রাজার শুরুটা হয়েছিল নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে। প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে করেন ৪৮ রান। মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেন। পরের ম্যাচে রুয়ান্ডার বিপক্ষে করেন ৫৮ রান ৩৬ বলে। তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে করেন ৬৫ রান। চতুর্থ ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৪৮ বলে ১ চার ও ৮ ছক্কায় খেলেন ৮২ রানের দূরন্ত ইনিংস।


এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৪২ বলে ৬৫ রান। আার রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে খেললেন আরও একটি ফিফটি রানের ইনিংস। তাতে হয়ে গেল বিশ্বরেকর্ড। ছাড়িয়ে গেলেন গেইল-ম্যাককালাম-হেনড্রিকসদের মতো মারদাঙ্গা ব্যাটসম্যানদের।


শুধু ব্যাট হাতেই যে রান করেছেন তা নয়, প্রায় প্রতিটি ম্যাচেই কমপক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তিনি। যা সত্যিই অনন্য এবং অসাধারণ।


তবে রাজার চেয়েও এগিয়ে আছেন একজন। তিনি নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দলের সোফি ডিভাইন। এই প্রমিলা ক্রিকেটার টানা ছয় ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে রাজা আরও একটি ফিফটি হাঁকালে ছুঁয়ে ফেলবেন তাকেও।


এর আগের চার টি-টোয়েন্টিতে ফিফটি করা ম্যাচে জিতেছিল তার দল জিম্বাবুয়ে। তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর ম্যাচে পরাজিত হয় তারা। এছাড়াও দলীয় ব্যর্থতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে জিম্বাবুয়ে।