অবহেলিত ম্যাথিউস যখন টি-টোয়েন্টি জয়ের নায়ক

ক্রিকেট দুনিয়া January 15, 2024 1,370
অবহেলিত ম্যাথিউস যখন টি-টোয়েন্টি জয়ের নায়ক

ভারত বিশ্বকাপে সাকিবের সাথে টাইম আউট কান্ডে সবার নজরে আসেন ম্যাথিউস । বিশ্বকাপের পরপরেই ওয়ানডে দল থেকে বাদ পরলেও প্রায় তিন বছর পর চলমান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লম্বা সময় পর দলে ফিরেই আরো একবার নিজেকে প্রমাণ করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে বললেন, এই ম্যাচটা তার কাছে অভিষেক ম্যাচের মতোই ছিল।


গতকাল রোববার (১৪ জানুয়ারি) কলম্বোতে আগে ব্যাটিং করতে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। তবে ৩৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাথিউস। তার ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌছায় শ্রীলঙ্কা।


ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ম্যাথিউসের হাতে। ম্যাচ শেষে তিনি বলেন, 'মনে হচ্ছিল যেন অভিষেক ম্যাচ খেলছি… প্রায় তিন বছর পর খেলছি। তবে কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করিনি আমি। আমার জন্য এটি আরেকটি সুযোগ ছিল শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার ও দেশের জন্য খেলার।'


ছোট লক্ষ্য তাড়ায় যথেষ্ট ভুগতে হয়েছে লঙ্কানদের। তার জন্য অবশ্য কলম্বোর উইকেটকে দায়ী করলেন ম্যাথিউস। এই অভিজ্ঞ অলরাউন্ডারের মতে উইকেট অনেক মন্থর ছিল। ফলে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।


ম্যাথিউস বলেন, 'এই উইকেটে লক্ষ্যটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং প্রয়োজন ছিল ভালো শুরু। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে উইকেট হারাই, মাঝের ওভারগুলোতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়তে থাকে ক্রমাগত। আমি তাই চেষ্টা করেছি উইকেট আঁকড়ে রাখতে, দাসুন শেষদিকে দুর্দান্ত খেলেছে।'


'উইকেট খানিকটা ধীরগতির ছিল। ব্যাট করা ও শট খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েও খুব ভালো লড়াই করে আমাদের কাজ কঠিন করে তুলেছে। তবে শেষ দিকে দাসুন (শানাকা) সত্যিই ভালো খেলেছে।'-আরো যোগ করেন তিনি।