একনজরে দেখে নিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পূর্নাঙ্গ স্কোয়াড

ক্রিকেট দুনিয়া January 15, 2024 839
একনজরে দেখে নিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পূর্নাঙ্গ স্কোয়াড

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এরই মধ্যে দলগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। অনুশীলন শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। দলটি গত আসরের চ্যাম্পিয়ন।


এবার শিরোপা ধরে রাখার মিশন কুমিল্লার। হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বিপিএলের সফলতম দলটি। ওই লক্ষ্যে আসন্ন আসরের জন্যও শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা।


গত আসরে দলটিতে তারার মেলা ছিল। এবারও তাদের অধিকাংশকে ধরে রেখেছে কুমিল্লা। লিটন দাস, মুস্তাফিজুর রহমানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, রশিদ খান, আন্দ্রে রাসেলরা আছেন কুমিল্লার দলে। যদিও তাদের একসঙ্গে বিপিএলে পাওয়া যাবে না।


সঙ্গে স্থানীয় তরুণ কিছু ক্রিকেটার দলে নিয়েছে কুমিল্লা। এর মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন কুমিল্লার দলে। এছাড়া তরুণ পেসার মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নিয়েছে তারা। আবার রাকিম কর্নওয়াল ও ম্যাথু ওয়াল্টারকে ড্রাফট থেকে কিনেছে দলটি।


কুমিল্লার দল: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান। মৃত্যুঞ্জয় চৌধুরি, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাখিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।


যাদের ধরে রেখেছে ও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহীদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।


ড্রাফট থেকে নেওয়া: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।


সূত্রঃ সমকাল অনলাইন