ঋতু বদলের পরিক্রমায় প্রকৃতিতে স্বরূপে ফিরেছে শীত। কিন্তু ভিন্ন এক প্রেক্ষাপটে এবারের শীতের আবির্ভাব; বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অসময়ে ঋতু বদলের ধারাবাহিকতায় এবারের শীতের প্রকোপ কয়েক গুণ বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শীতের তীব্রতা অতিবৃদ্ধি বরাবরের মতোই সবচেয়ে বেশি ভোগাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। তাদের পাশে দাঁড়ালেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন তার ছেলে ও কয়েকজন আত্মীয়সহ এমন মানুষদের কম্বল বিতরণ করেছেন। তাসকিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, মানুষ মানুষের জন্য।
ভিডিওতি দেখা যায়, রাজধানীতে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের কম্বল বিতরণে করছেন তাসকিন। ভিডিওর শেষাংশে তাসকিন সাদ্যমতো অসহায়ের পাশে দাঁড়াতে আহ্বান জানান। পাশাপাশি নিজের ছেলেকে সঙ্গে নিয়ে আসার কারণ হিসেবে জানান, সে যেন ভালো কিছু শিখতে পারে।
তাসকিন বলেন, ‘আমি ও আমার কাজিনরা মিলে কয়েকজনকে কিছু গরম কাপড় দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এলাম, যাতে সে ভালো কিছু শেখে। আমার ভাই, বন্ধু, আত্মীয়রাও দেবেন। আমরা অনেক জ্যাকেট, গরম কাপড় পরেও ঠাণ্ডায় থাকতে পারি না। এই মানুষগুলোর কথা একবার ভাবুন। আমি চাইব আপনারাও এগিয়ে আসুন।’