চোখের চিকিৎসার জন্য রাতে লন্ডনে যাচ্ছেন সাকিব

ক্রিকেট দুনিয়া January 14, 2024 596
চোখের চিকিৎসার জন্য রাতে লন্ডনে যাচ্ছেন সাকিব

বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্ন পূরণ হওয়া দূরের কথা, বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল করে হতাশ হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের থেকে ২০১৯ বিশ্বকাপের মতো আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স আশা করেছিল ক্রিকেটের ভক্তরা। কিন্তু সাকিব পারেননি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে।


তার ব্যর্থতার কারণ ব্যাখা করে এক সাক্ষাৎকারে চোখের সমস্যার কথা জানিয়েছিলেন সাকিব। যেখনে তিনি জানান, পুরো বিশ্বকাপ জুড়ে চোখের সমস্যা আমার সাথে ছিল। বিশ্বকাপের মাঝে চিকিৎসক ড্রপ দিয়েছিল এবং স্ট্রেস কমাতে বলেছিল। কিন্তু যখন আমি আবার যুক্তরাষ্ট্রে (বিশ্বকাপ শেষে) ডাক্তার দেখাই, সেখানে চোখের সমস্যা খুব একটা একটা দেখা যায়নি।


বিপিএলের দশম আসরের জন্য অনুশীলনে ফিরেছেন সাকিব। তবে মাঠে ফিরেই আবারও চোখের সেই সমস্যা দেখা দিয়েছে টাইগার এই অলরাউন্ডারের। জানা যায়, চোখের সমস্যা এতটাই বেড়েছে যে ব্যাটিংয়ের স্টান্সেও বদল আনতে হয়েছে সাকিবকে। এদিকে জানা যায়, চোখের চিকিৎসার জন্য আজ রাতে দেশ ছাড়ছেন টাইগার অলরাউন্ডার।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। চোখের সমস্যার কারণে বিশ্বকাপ চলাকালীন ভারতে দু’বার চিকিৎসা করিয়েছিলেন। বিপিএলের প্রস্তুতি সমস্যা দেখা দেওয়াতে এবার লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে যাচ্ছেন সাকিব।


এবারের বিপিএলে রংপুর রাইডার্সের মাঠ মাতাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিল, স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের।