সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ড্যারিল মিচেলের বিধ্বংসী ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। সেটা আর টপকাতে পারেনি পাকিস্তান। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ রানে জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানের অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির সূচনাটা হলো হার দিয়ে।
অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচটা শাহিন শাহ আফ্রিদি হয়তো ভুলেই যেতে চাইবেন! বল হাতে এক ওভারে দিলেন ২৪ রান, যা সব ধরনের টি-টোয়েন্টিতে তাঁর সবচেয়ে খরুচে ওভার। দল হিসেবে পাকিস্তান দিয়েছে ২২৬ রান, যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ।
এমন ম্যাচ জিততে যে ধরনের ব্যাটিং দরকার ছিল, শুরুতে তেমন সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। ১৮ বলের মধ্যে ২১ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে ৪৬ রানে। রান তাড়ায় নামা পাকিস্তানকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ২২৬ রান করে ব্ল্যাকক্যাপসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ড্যারিল মিচেল। ২৭ বলে তার ব্যাট থেকে আসে চারটি করে চার ও ছক্কা। এমন বিধ্বংসী ইনিংসে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫৭ রান।
পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি করেন ৩টি করে উইকেট লাভ করেন। ২ উইকেট নিয়েছেন হারিস রউফ। ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানেই থেমে যায় পাকিস্তান। দলের পক্ষে বাবর আজম ৫৭ রান করেন। ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে।কিউইদের হয়ে টিম সাউদি ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।
সূত্রঃ ঢাকা মেইল