দশম বিপিএল আসর মাঠে গড়াতে যাচ্ছে চলতি মাসের ১৯ তারিখ থেকে । প্রায় একই সময়ে বিপিএলের সাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময়ের দিক থেকে অন্য টুর্নামেন্টের সাথে সাংঘর্ষিক হওয়ায় কপাল পুরলো ফরচুন বরিশালের । এছাড়াও জানা গিয়েছিল, ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ডেভ হোয়াটমোর। তবে তা নিয়েও ধোঁয়াশা রেখে দিলেন দলটির মালিক মিজানুর রহমান ।
এদিকে, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও দলে ভিড়িয়েছিল বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না তার। আইএল টি-টোয়েন্টি খেলার কারণে এই অভিজ্ঞ পেসারকে এবারের আসরে পাচ্ছেনা বরিশাল। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমান।
এ ছাড়া কোচ প্রসঙ্গে মিজান বলেন, 'এটা তো ভেতরের খবর। তাকে টেকনিক্যাল ডিরেক্টরও করতে পারি আবার প্রধান কোচও করতে পারি। হোয়াটমোর ১৮ তারিখ আসবে, এরপর সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আইএল টি-টোয়েন্টি শেষ হলে দুই একটা চমক আসতে পারে।'
নিজেদের আনলাকি দাবি করে মিজান বলেন, 'আমরা এবার সিরিয়াস আনলাকি কারণ একসাথে তিনটা জাতীয় দলের খেলা চলছে। যে কারণে ফখর জামান-আব্বাস আফ্রিদি মিস করবেন প্রথম ম্যাচ। অন্যান্য যারা বিদেশি আছে তারা ১৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে। আপাতত ঐচ্ছিক অনুশীলন চলছে, কাল পরশু শুরু হবে পুরোদমে।'