এই প্রথমবার আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলছে ভারত । আর এই সিরিজ জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া । আফগানিস্তানকে এদিন সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারাল ভারত। তরুণদের নিয়ে এই সিরিজে খেলতে নেমে রোহিত শর্মার বাজিমাত । এদিন দুর্দান্ত ছিল টিম ইন্ডিয়ার ফিল্ডিংও।
মোহালিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান তোলার আগেই এক উইকেট হারায় ভারত। ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউট হন ওপেনার রোহিত শর্মা। আরেক ওপেনার শুভমান গিল বিদায় নেন ১২ বলে ২৩ রান করে। এরপর তিলক বার্মা ও শিভম দুবের জুটিতে ভর করে এগোতে থাকে ভারতের রানের চাকা।
বার্মা ২৬ রান করে আউট হন আজমতউল্লাহর ওভারে। এরপর জিতেশ শর্মাকে নিয়ে খেলতে থাকেন দুবে। জিতেশ ৩১ রান করে বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। দুবের ৪০ বলে ৬০ রানের ইনিংসে শেষ দিকে ৯ বলে ১৬ রান করে সঙ্গ দেন রিংকু সিং। দুবের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার। ১৫ বল বাকি থাকতে জয়ের লক্ষে পৌঁছে যায় ভারত । ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিভম দুবেই ।
এর আগে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে তারা। এ সময় বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ। ২৮ বলে ২৩ রানের স্লত ইনিংস খেলেন তিনি। স্কোরবোর্ডে আর রান যোগ হওয়ার আগেই বিদায় নেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। ২২ বলে ২৫ রান করেন তিনি।
রহমত শাহ করেন মাত্র ৩ রান। আজমতউল্লাহ ওমরজাই ভালো ইনিংস খেলার আশা দেখিয়েও আউট হন ২২ বলে ২৯ রান করে। এরপর মোহাম্মদ নবির ব্যাট থেকে আসে ২৭ বলে ৪২ রানের ইনিংস। শেষদিকে নাজিবুল্লাহ জাদরান ১৯ ও করিম জানাত ৯ রান করেন। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। একটি উইকেট পান শিভম দুবে।
এই ম্যাচে আফগানিস্তানের ফিল্ডিং ছিল যাচ্ছেতাই । একাধিকবার তারা ফিল্ডিং মিস করেছে। তাঁরা অনেক সহজ চার ছেড়ে দিয়েছে, সেগুলো ধরতে পারলে ভারতের লড়াই আরও কঠিন হতো। আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন মুজিব উর রহমান ও একটা উইকেট নেন আজমাতুল্লা ওমরজাই।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৭ জানুয়ারি।