বিপিএলে তামিমের খেলা দেখার তর সইছে না নান্নুর

ক্রিকেট দুনিয়া January 11, 2024 5,166
বিপিএলে তামিমের খেলা দেখার তর সইছে না নান্নুর

পিঠের ইনজুরিতে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেন তিনি। বিশ্বকাপ মিস করার পর বাইশ গজের ক্রিকেটে দেখা যায়নি তামিমকে। তবুও গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনে আলোচনার শীর্ষে রয়েছেন দেশসেরা এ ওপেনার।


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফেরার কথা তামিমের। সেই লক্ষ্যে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন এ বাঁ-হাতি ব্যাটার।


বিপিএলের জন্য অনুশীলন শুরু করেছেন তামিম। অবশ্য অনুশীলন করতে গিয়ে চোটও পান। যদিও তার একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।


বুধবার তামিমকে নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।’