সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব বেশ ভালোভাবে সামলিয়ে নিয়েছে অধিনায়কের দায়িত্বও। অল্প সময়ে অধিনায়ক হিসেবে গড়েছেন এমন এক কীর্তি, যা পারেননি বাংলাদেশের আর কোনো অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত নভেম্বরে টেস্ট সিরিজের আগে শান্তর অধিনায়কত্বের অভিজ্ঞতা মাত্র তিন ম্যাচের।
সেই নাজমুল এক মাসের ব্যবধানে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে একটি টেস্টজয়ী দলের নেতৃত্ব দিয়েছেন। কিউইদের সফরে এসে তাদের মাটিতে জিতেছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি।
বাংলাদেশের কোনো অধিনায়ক এর আগে যা করতে পারেননি, সে অর্জন এসেছে এই তরুণের নেতৃত্বে। এখনো পূর্ণকালীন নয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
তবে এই তরুণকে নিয়ে দীর্ঘ মেয়াদে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এই পর্যন্ত ১১ ম্যাচে অধিনায়কত্ব করে জয়ের দেখা পেয়েছেন ৩টিতে, একটি পরিত্যক্ত হয়েছে। আর বাকি ৭টিতেই হেরেছেন। সঙ্গত কারণেই তার ওপরই আস্থা রাখতে চাইছে টাইগার ক্রিকেট। মঙ্গলবার গণমাধ্যমে এসে এমনটায় জানায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘এটা স্বীকার করতে হবে, শান্ত ভালো করতেছে। আমরা মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের প্ল্যানিংয়ের উপর। এই প্ল্যানিংটা, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই। ... সামনে আমরা কি করতে যাব, আমাদের কোচ আসুক টিম ম্যানেজমেন্ট আছে বোর্ড আছে; এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা পরে করব।’
‘শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো ক্যাপ্টেনসি করেছে। তিন ফরম্যাটই তো আমরা দেখেছি, সে ভালো করেছে। ডেফিনিটলি সামনের প্ল্যানিংয়ে শান্তর কথা সবার মাথায় আসবে। আমাদের জন্য কোয়াইট ন্যাচারাল, যেহেতু সে ভালো করেছে। এখনই ২০২৭ সালের ক্যাপ্টেন কে থাকবে সেটা বলা ডিফিকাল্ট। আমার মনে হয়, শান্ত সব সময় পরিকল্পনায় থাকবে।’
সূত্রঃ ঢাকা মেইল