বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যা বললেন সাকিব

ক্রিকেট দুনিয়া January 9, 2024 352
বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যা বললেন সাকিব

সাকিব এবার নতুন পরিচয় পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো। এর পরই তিনি মাঠে নেমে পড়েছেন, লক্ষ্য আসন্ন বিপিএল আসরের আগে নিজেকে প্রস্তুত রাখা। তবে এত দ্রুত কেন মাঠে নেমে পড়লেন সাকিব, সেই আলোচনাও উঠেছে। আজ (মঙ্গলবার) অনুশীলন শেষে তার জবাবও দিয়েছেন তিনি।


আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেন সাকিব। পরবর্তীতে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে প্রস্তুতি লাগবে, প্রায় আড়াই মাসের মতো মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি। তাই স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে সেই কারণেই সময় নষ্ট করতে পারিনি।’


তবে এখনই অনুশীলন শুরু করলেও, পুরো ফিটনেস ফিরে পেতে কিছুদিন সময় লাগবে বলেও জানান সাকিব, ‘ইনজুরিতে ছিলাম, তাই মিস করার চান্স ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না।


সুতরাং ইনজুরিতে যেহেতু ছিলাম, মিস করার সুযোগ আসেনি। অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। ইনজুরিও ছিল আঙুলে, সময় তো লাগবে বোলিংয়ে স্বাভাবিক হতে। বাট উন্নতি হচ্ছে।’


দল নিয়ে ভাবনার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘রংপুর কখনোই ভিন্ন কিছু (শিরোপা ছাড়া) চিন্তা করে না। তারা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সাজায়। আমার মনে হয় এই দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ।’


গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব অধিনায়কের দায়িত্বেও ছিলেন। আর গতবার রংপুরের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। এবারও নুরুল আছেন। তবে দুজনের মধ্যে কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।


সাকিবও বল রংপুরের দিকে ঠেকে দিয়েছেন, ‘এটা রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে, তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সব কিছু পরিকল্পনা করে।’


এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশার ব্যাপারেও সাকিব কথা বলেছেন, ‘প্রত্যাশাটা বেশিই থাকবে। আমাদের গত বছর বেশ ভালো কেটেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেহেতু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ, সেটা (কন্ডিশন) আমাদের খেলার সাথে মানাবে।’


সূত্রঃ ঢাকা পোস্ট/ কালের কন্ঠ