প্রাইজমানিতে বিপিএলের অবস্থান কত নম্বরে সারাবিশ্বে?

ক্রিকেট দুনিয়া January 9, 2024 3,976
প্রাইজমানিতে বিপিএলের অবস্থান কত নম্বরে সারাবিশ্বে?

একটা সময় ভারতের আইপিএলের পরেই বাংলাদেশের বিপিএলের নাম আসতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। এখন সেটি মনে করতে হলে বেশ বেগ পেতে হয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি টুর্নামেন্টের নজর কাড়া উন্নতির ফলে বিপিএলের কদর আরও খানিকটা পিছিয়েছে।


তারকা ক্রিকেটার পেতে এখন ভুগতে হয় বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে। এবার সেখানে চোখ রাঙানোর মতো কাজ করেছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি।


আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এসএ টি-টোয়েন্টি। এ দিকে ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের আসরও। সময়ের সঙ্গে সঙ্গে বিপিএল থেকে এসএ টোয়েন্টি এগিয়ে গেল প্রাইজমানির দিক থেকেও। চলতি আসরে বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকার বেশি প্রাইজমানির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টটি। যেখানে বিপিএলের গত আসরের প্রাইজমানি ছিল মাত্র ৪ কোটি টাকা।


অর্থবিত্তের দিক থেকে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিপিএলের প্রাইজমানির দিক থেকে বেশ পিছিয়ে সংস্থাটি। অন্তত দক্ষিণ আফ্রিকান বোর্ড থেকে পিছিয়ে গেছে বিসিবি। শুধু তাই নয়, আটটি দেশের পরে বিসিবির আয়োজিত টুর্নামেন্ট বিপিএলের অবস্থান হয়েছে। সবচেয়ে বেশি প্রাইজমানি খরচের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। এবার তাদের পরেই নাম লেখালো এসএ টোয়েন্টি। ক


এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের টুর্নামেন্টের প্রাইজমানি-


ক্রমিক নম্বর দেশ লিগ প্রাইজমানি (টাকায়)


১ ভারত আইপিএল ৬১ কোটি


২ দক্ষিণ আফ্রিকা এসএ টোয়েন্টি ৪০ কোটি


৩ অস্ট্রেলিয়া বিগ ব্যাশ ৩৯ কোটি


৪ পাকিস্তান পিএসএল ৩৮ কোটি


৫ ওয়েস্ট ইন্ডিজ সিপিএল ২৩ কোটি


৬ আরব আমিরাত আইএল টি-টোয়েন্টি ১৪ কোটি ২০ লাখ


৭ ইংল্যান্ড টি-টোয়েন্টি ব্লাস্ট ১৩ কোটি ৯০ লাখ


৮ নিউজিল্যান্ড সুপার স্ম্যাশ ৮ কোটি ২০ লাখ


৯ বাংলাদেশ বিপিএল ৪ কোটি


১০ শ্রীলঙ্কা এলপিএল ২ কোটি ৫০ লাখ


এদিকে প্রাইজমানির পরে বিপিএল আরও একটি বিষয়ে পিছিয়ে আছে। সেটি হলো তারকা ক্রিকেটারদের টুর্নামেন্টে ভেড়ানো নিয়ে। একই সময়ে আরও টুর্নামেন্ট শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটারদের নজর থাকে তুলনামূলক বেশি অর্থ উপার্জনের দিকে। ফলে অনেকেই বিপিএলকে পছন্দের তালিকায় রাখেন না।


সূত্রঃ বাংলা ইনসাইডার