বিপুল ভোটে জিতে আবারও এমপি হলেন মাশরাফি

ক্রিকেট দুনিয়া January 7, 2024 2,820
বিপুল ভোটে জিতে আবারও এমপি হলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জিতলেন মাশরাফি বিন মুর্তজা। এই আসন থেকেই ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


এই আসনের ১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪১ ভোট। অর্থাৎ, ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়েছেন মাশরাফি।


মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।


বিশাল এই জয় পেয়ে এলাকার লোককে ধন্যবাদ দিতে ভোলেননি মাশরাফি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


এদিকে মাগুরা-১ আসন থেকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নৌকা প্রতীকে সাকিব আসনটিতে ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮।