IFFHS এর বর্ষসেরা দলে যায়গা পেলেন শুধু মেসি, নেই রোনালদো

ক্রিকেট দুনিয়া January 6, 2024 2,761
IFFHS এর বর্ষসেরা দলে যায়গা পেলেন শুধু মেসি, নেই রোনালদো

ফুটবলের ইতিহাসে মেসি-রোনালদোর মতো ব্যক্তিগত দ্বৈরথ আর দেখা যায়নি। বয়স মেসির ৩৬ চলছে আর রোনালদোর ৩৮ । তাদের প্রতিদ্বন্দ্বিতা কবে শেষ হবে তা জানা নেই কারো । মেসি একদিকে এগিয়ে তো রোনালদো অন্যদিকে এগিয়ে যাচ্ছে । এবার আইএফএফএইচসের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তবে সেই একাদশে নাম নেই ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে আইএফএফএইচএসের সেরা ১০ খেলোয়াড়ের তালিকাতেও ছিলেন না তিনি।


বর্ষসেরা একাদশে ৫ জন রয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে। এরপরে ৩ জন বায়ার্ন মিউনিখের। আর রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মায়ামি থেকে ১ জন করে জায়গা করে নিয়েছেন।


আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিল তারকা এডারসন। ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস ও কিম মিনজে। তাদের সঙ্গে রয়েছেন ম্যানসিটির রুবেন দিয়াজ।


মধ্যমাঠে জায়গা হয়েছে লিওনেল মেসির। মায়ামির এই তারকার সঙ্গে রয়েছেন সিটির হয়ে ট্রেবলজয়ী কেভিন ডি ব্রুইনা ও রদ্রি। আর রিয়াল মাদ্রিদ থেকে আছেন জুড বেলিংহাম। আক্রমণভাগে রাখা হয়েছে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তার সঙ্গে আছেন সিটির আর্লিং হলান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন।


এ দিকে ২০২৩ সালের সর্বোচ্চ গোল করেও একাদশে নাম ওঠেনি রোনালদোর। তার ৫৪টি গোল থাকা সত্ত্বেও ৫২ গোল করে এমবাপ্পে, হ্যারি কেইন ও ৫০ গোল করে হলান্ড জায়গা পেয়েছেন। এর আগে আইএফএফএইচএসের সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় পর্তুগিজ তারকা জায়গা না পেয়ে একটি পোস্টে ‘হা হা’ ও লজ্জায় চোখ ঢাকার ইমোজি দিয়েছিলেন।



ডিফেন্ডার: আলফোনসো ডেভিস (কানাডা), কিম মিনজে (দক্ষিণ কোরিয়া), রুবেন দিয়াজ (পর্তুগাল)


মধ্যমাঠ: লিওনেল মেসি (আর্জেন্টিনা),জুড বেলিংহাম (ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), রদ্রি (স্পেন)


আক্রমণ: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স),আর্লিং হলান্ড (নরওয়ে) ও হ্যারি কেইন (ইংল্যান্ড)।


IFFHS হচ্ছে ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ।