গত মঙ্গলবার বিদায়ী টেস্টে খেলতে নামার আগে দুঃসংবাদ পান ডেভিড ওয়ার্নার । মেলবোর্ন থেকে সিডনিতে আসার পথে ব্যাকপ্যাকটি হারায়, যাতে ছিল তার স্মৃতিবিজড়িত দুটি ব্যাগি গ্রিন। স্বস্তির খবর, প্রায় চারদিন খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেছে ওয়ার্নারের সেই টেস্ট ক্যাপগুলো
আজ শুক্রবার (৫ জানুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্নারের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি পাওয়া গেছে সিডনিতে। অবশ্য সেটি ঠিক কীভাবে সিডনির হোটেলে এল, তা জানা যায়নি। তবে ক্যাপ ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার। ক্যাপ ফিরে পাওয়ার খবর ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন তিনি।
হারানো ক্যাপ খুঁজে পেয়ে ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব।’
ঐতিহ্যগতভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অভিষেকের আগে সকালে সাবেক ক্রিকেটারের কাছ থেকে ব্যাগি গ্রিনটা পেয়ে থাকেন। সময়ের পরিক্রমায় ক্যাপটা মলিন হয়ে গেলেও ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় তারা সেটা গর্বের সঙ্গে পরেই মাঠে নামেন।
সেই ২০১১ সালে ব্রিসবেনে অভিষেকে পাওয়া ক্যাপ পরে ওয়ার্নার খেলেছেন ১১১ টেস্ট। তার ক্যাপের রঙ স্বাভাবিকভাবেই হয়েছে বিবর্ণ, কিছু জায়গা ছিঁড়েও গেছে। কিন্তু তাতে তো ভরপুর আছে বিস্তর স্মৃতি।