দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে মাত্র ৭৯ রানের ছোট লক্ষ্য দেয় প্রোটিয়ারা। সেই লক্ষ্য ছুঁতেই তিন উইকেট হারায় ভারত। ৭ উইকেটে কেপটাউন টেস্ট জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করল ভারত। দেড় দিনেই নিষ্পত্তি হলো কেপটাউন টেস্টের।
ছোট লক্ষ্যে আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলে ২৬ রান করে ফেরেন যশস্বী জসওয়াল। চার মারেন ৬টি। তবে অন্য প্রান্ত ধরে রেখে ১৭ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। শুবমান ও বিরাট ১১টি করে বল খেলে করেন ১০ ও ১২ রান। শ্রেয়াসের ব্যাটে আসে জয়সূচক চারটি।
এর আগে জাসপ্রিত বুমরার উইকেটের ছক্কায় দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রোটিয়া ইনিংসে একমাত্র অর্জন এইডেন মার্করামের সেঞ্চুরি। ৭৩ রানে একবার জীবন পাওয়ার পর সুযোগ কাজে লাগান তিনি। ১০৩ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন মার্করাম।
প্রোটিয়া ইনিংসের ৬০.২৩ শতাংশ রানই এসেছে তার ব্যাট থেকে। ১৯৬টি টেস্ট ম্যাচের তথ্য বিশ্লেষণ করে ক্রিকভিজ দেখিয়েছে, প্রত্যাশিত রান ও উইকেটের মডেল অনুসারে কেপটাউন টেস্টে করা মার্করামের সেঞ্চুরিটিই গত ১০৯৬টি টেস্টের মধ্যে সবচেয়ে কঠিন।
কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে আগের দিন, ডিন এলগারের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মোহাম্মদ সিরাজ এ ইনিংসে ফিরিয়েছেন শুধু মার্করা্মকে। গতদিনের দুিই উইকেটের পর আর সফলতা পাননি মুকেশ কুমার। তবে প্রসিধ কৃষ্ণা একটি উইকেট নেন।
প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের ৬ উইকেট শিকারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ভারত ১১ বলের ব্যবধানে কোনো রান না করেই শেষ ৬ উইকেট খোঁয়ালে ১৫৩ রানে অলআউট হতে হয়।