আইসিসি থেকে সুখবর পেলেন শরিফুল-মুস্তাফিজরা

ক্রিকেট দুনিয়া January 3, 2024 6,653
আইসিসি থেকে সুখবর পেলেন শরিফুল-মুস্তাফিজরা

সদ্যসমাপ্ত কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজে সেরা পারফরমার ছিলেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করার মাধ্যমে সিরিজসেরাও নির্বাচিত হন বাঁহাতি এই পেসার।


এবার আইসিসির র‍্যাঙ্কিংয়েও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন শরিফুল। যেখানে বলা যায় এই বোলার বিশাল লাফ দিয়েছেন। আজ (বুধবার) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-২০র বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিনি।


তিন ম্যাচের সিরিজে মাত্র ২টি উইকেট পেলেও র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমানের বেশ উন্নতি হয়েছে। কাটার মাস্টার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে অবস্থান করছেন।


আগের সপ্তাহে অবশ্য শীর্ষে ছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরে না থাকায় ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন টাইগার অলরাউন্ডার। শেখ মাহেদী হাসান ২৯, তাসকিন আহমেদ ৩৩, নাসুম আহেমদ ৩৫ আর হাসান মাহমুদ ৪৩ নম্বরে আছেন।


ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ৩২ নম্বরে। লিটন দাস দুই ধাপ পেছালেও দেশের ব্যাটারদের মধ্যে শীর্ষেই আছেন (২৩)। আফিফ হোসেন তিন ধাপ পিছিয়ে ৬৬ এবং সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭০তম অবস্থানে নেমে গেছেন।


টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলিংয়ের শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।


সূত্রঃ অনলাইন