যে দুই দল থেকে আইপিএলে প্রস্তাব পেয়েছিল তাসকিন

ক্রিকেট দুনিয়া January 2, 2024 4,245
যে দুই দল থেকে আইপিএলে প্রস্তাব পেয়েছিল তাসকিন

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লীগ আইপিএল । দেশ-বিদেশের ক্রিকেটাররদের চড়া মুল্যে কিনে নেয় আইপিএলের দলগুলো । সুযোগ পেয়েও ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় আসন্ন আইপিএল খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বাংলাদেশের তারকা এই পেসার জানিয়েছেন, আইপিএলের দুইটি বড় দল থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি।


আসন্ন আইপিএলে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুরে কঠোর অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘আইপিএলে খেলার জন্য এ নিয়ে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো। আসলে একটু খারাপ লাগে। সবারই ইচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নেয়ার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’


বিসিবি কেনো অনাপত্তি পত্র দেয় না সেটিও উপলব্ধি করতে পেরেছেন তাসকিন। আর তাই নতুন করে স্বপ্ন দেখেন, ভবিষ্যতে হয়তো আবারও আইপিএল খেলার সুযোগ পাবেন।


টাইগার এই পেসার বলেন, ‘বিভিন্ন কারণে বোর্ড ছাড়পত্র দিতে চায় না। খেলা থাকে, স্বাস্থ্যেরও ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। এভাবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে ভালো লাগে না। আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’