আইপিএলে খেলার অনুমতি না পেয়ে যা বললেন তাসকিন

ক্রিকেট দুনিয়া January 2, 2024 933
আইপিএলে খেলার অনুমতি না পেয়ে যা বললেন তাসকিন

আইপিএলে খেলার জন্য ক্রিকেটাররা মুখিয়ে থাকে। মোটা অঙ্কের অর্থের ওই ক্রিকেটে সুযোগ পেয়েও ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের।


তাতে স্বাভাবিকভাবেই হতাশ দেশের এই স্পিডস্টার। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোলিং অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া করায় কিছুটা হতাশার কথা শোনান তিনি।


এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে, কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’


তাসকিনের জন্য এসব অবশ্য নতুন নয়। গত বছর জিম্বাবুয়েতে টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন। এছাড়া তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যায় না খুব একটা। তাসকিন আগের মতোই আশায় আছেন ভালো কিছুর।


তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’


বাংলাদেশ থেকে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রূপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।