জামাই আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্তকে ভুল বললেন শশুর আফ্রিদি

ক্রিকেট দুনিয়া December 31, 2023 14,322
জামাই আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্তকে ভুল বললেন  শশুর আফ্রিদি

গতি আর সুইংয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি । বাবর আজমের ক্যাপ্টেন্সি ছাড়ার পর পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন তিনি । জামাই শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হওয়াতে খুশি হতে পারেনি শশুর শহীদ আফ্রিদি ।


পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন আমি টি-টোয়েন্টির জন্য মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম; কিন্তু ভুলবশত অধিনায়ক হয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদি।


অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের বর্তমান তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।


কিংবদন্তি এই অলরাউন্ডার বলেছেন, ক্রিকেট নিয়ে রিজওয়ানের কঠোর পরিশ্রম এবং তার মনোসংযোগের প্রশংসা করি। তার সেরা গুণ, যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো- খেলার প্রতি ফোকাস করা এবং কে কী করছে এবং কী করছে না- সেদিকে মনোযোগ না দেওয়া। আর এ কাজ যে সুচারুভাবে করতে পারে সেই সত্যিকারের যোদ্ধা।


পাকিস্তানের হয়ে ৫২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১১টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি।


তিনি আরও বলেন, আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই কিন্তু ভুলবশত শাহিন শাহ আফ্রিদি টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে গেল।