শেষ ম্যাচে হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া December 31, 2023 1,172
শেষ ম্যাচে হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

প্রথমবারের মতো কিউইদের মাটিতে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে আসে কেবল ১১০ রান। বৃষ্টি আইনে কিউইদের ১৭ রানের জয়ে সিরিজ শেষ হল সমতায়।


এ যাত্রায় নিউজিল্যান্ডের মাঠে ট্রফি উঁচিয়ে ধরার স্বাদ পাওয়া হল না শান্তদের। বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ার আগে এগিয়ে ছি নিউজিল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে পিছিয়ে থেকে বছরের শেষ দিনে হার দেখল বাংলাদেশ।


নেপিয়ারে ঐতিহাসিক জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। সফরের শেষ ম্যাচ খেলতে নেমে ইনিংসের ৪ বল বাকি থাকতে ১১০ রানেই শেষ বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে অধিনায়ক শান্তর ব্যাট থেকেই এল সর্বোচ্চ ১৭ রান। বিপরীতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের ঝুলিতে যায় ৪ উইকেট।


১১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে তানভীর ইসলামের প্রথম ওভারেই ১২ রান তুলে নেন ফিন অ্যালেন। তবে পরের ওভারেই শেখ মেহেদীকে দিয়ে সাফল্য পায় বাংলাদেশ। ১ রানে থাকা টিম সেইফার্টকে ফেরাতে স্টাম্পের পেছনে দৃঢ়তা দেখিয়ে স্টাম্পড করেন রনি তালুকদার। উইকেটকিপার রনি তালুকদার ছিলেন তৎপর। আগের দুই ম্যাচে চরম ব্যর্থ (১, ২) হওয়া ফিন অ্যালেন আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠলেন।


মেহেদী পরের ওভারে এসে ফিরিয়ে দেন তিনে নামা ড্যারিল মিচেলকে। ৪ ওভারের মধ্যেই দুই উইকেট নেই স্বাগতিকদের। এদিন ৫ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি মিচেল, মিড অফে দাঁড়িয়ে শান্ত লুফে নিয়েছেন সহজ ক্যাচ। এই সিরিজে মিচেল যে দুইবার আউট হয়েছেন, দুইবারই উইকেট দখলে নেন মেহেদী


দুর্দান্ত শরিফুল ইসলাম দ্রুতই ভাঙেন গ্লেন ফিলিপসের স্টাম্প। কিউইদের চাপ বেড়েছে আরও! নিউজিল্যান্ড পাওয়ারপ্লেতে ৩৫ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট। যেখানে সমান তিন উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ৪৫ রান। কিউইদের প্রথম ৩৫ রানের ২৯ রানই এসেছে ফিন অ্যালেনের ব্যাট থেকে। মার্ক চ্যাপম্যানকে একটু অভাগাই বলতে হবে। ফিন অ্যালেনের সাথে ধাক্কা খেয়ে রান আউট তিনি।


অতি-আক্রমণাত্মক হতে গিয়ে আউট ফিন অ্যালেন। টানা তৃতীয় বারের মতো অ্যালেনের উইকেট শিকার করলেন শরিফুল। এই ওভারে মাত্র এক রান খরচ করে উইকেট নেন পেসার শরিফুল। পঞ্চাশের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে বল হাতে শান্তর বাজি এদিন কাজে আসেনি, ওভারে খরচ করেন ১৪ রান। ১০ ওভারশেষে ৫ উইকেটে ৬৩ রান নিউজিল্যান্ডের।


এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। স্যান্টনার ও নিশাম জুটি গড়ছেন। ১৪.৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর যখন ৫ উইকেটে ৯৫ রান তখন নামল বৃষ্টি। ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা নেই খুব একটা। শেষপর্যন্ত আম্পায়াররা জানিয়ে দেন বৃষ্টি আইনে নিউজিল্যান্ড জিতল ১৭ রানে। সিরিজ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাংলাদেশের।


সূত্রঃ ক্রিকেট৯৭