বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাকিব। তবে শত ব্যস্ততার মধ্যেও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিনের কথা ভুলেননি তিনি। সাকিবের চমৎকার উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন শিশির।
শিশিরের ৩৪তম জন্মদিনে সুন্দর বার্তা এবং কেক পাঠিয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের পাঠানো সেই বার্তায় মজার এক তথ্য সামনে এনেছেন শিশির।
শুনলে কি অবাক হবেন, শিশিরের বয়স মাত্র ২০?
আসলে অবাক হবার মতোই। কারণ সাকিব সম্ভবত তেমনটাই ভাবেন। কারণ, স্ত্রীর জন্মদিনে নাকি সাকিব তার বাচ্চাদের বলেছেন, ‘তোমাদের মায়ের বয়স হল ২০’।
নিজের ফেসবুক ওয়ালে শিশির লিখেছেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছিল আমার আজ ২০ বছর হল। আমি এটাকে প্রশংসা হিসেবে নেব। আর সব সুন্দর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। সমস্ত ফোন কল এবং মেসেজের জবাব না দিতে পারার জন্য দুঃখপ্রকাশও করেন শিশির।
বর্তমানে সাকিবপত্নী তার সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি সেখানকারই নাগরিক।
সাকিবপত্নী আরও লিখেন, ‘সে কখনোই আমাকে বিশেষ মুহূর্ত এনে দিতে ভুলে না। এমনকি অনেক ব্যস্ততম সময়েও আমার জন্য জন্মদিনের ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ কেউ ভাবতে এর বেশি কিছু হতে পারে না।’
এদিকে, মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাকিব। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার যোগও দিয়েছেন তার নির্বাচনী প্রচারে।