আইসিসি থেকে আরও একটি দুঃসংবাদ পেল ভারত

ক্রিকেট দুনিয়া December 29, 2023 887
আইসিসি থেকে আরও একটি দুঃসংবাদ পেল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল । সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস পরাজয়ে এমনিতেই কঠিন সময় পার করছে সফরকারীরা। তার ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আইসিসি থেকে বড় শাস্তিও পেয়েছে ভারত।


সুপারস্পোর্ট পার্কে স্লো ওভার রেটের কারণে ভারতকে জোড়া মাশুল দিতে হচ্ছে। প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়ত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের মূল্যবান ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ভারতের। যার জেরে পয়েন্ট তালিকায় বড়সড় হোঁচট খেল গেল দুবারের রানার্স-আপরা।


আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে কাটা যায় পয়েন্ট। অর্থাৎ নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে না পারলে সংশ্লিষ্ট দলকে মাশুল দিতে হয় পয়েন্ট খুইয়ে। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য কেটে নেওয়া হয় ১ পয়েন্ট করে। সেই সঙ্গে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করার শাস্তি বিধানও রয়েছে।


টেস্ট হারের পর তিন ম্যাচ থেকে ১৬ পয়েন্ট ভারতের। অর্জিত ৪৪.৪৪ পয়েন্ট শতাংশের ভিত্তিতে তাদের অবস্থান ছিল পাঁচ নম্বরে। কিন্তু পয়েন্ট হারিয়ে তালিকায় রোহিতদের অবস্থান আরও খারাপ হয়েছে। ১৪ পয়েন্ট ও ৩৮.৮৯ শতাংশ পয়েন্টের নিরিখে অস্ট্রেলিয়ার পর ছয় নম্বরে গেছে ভারত।


ম্যাচে প্রথম ইনিংসে লোকেশ রাহুলের শতকে ভর করে ২৪৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ডিন এলগারের ১৮৫, মার্কো ইয়ানসেনের ৮৪ ও অভিষিক্ত ডেভিড বেডিংহামের ৫৬ রানে প্রথম ইনিংসে ৪০৮ রানের পাহাড় গড়ে বড় লিড নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ রানেই থামে ভারত। ইনিংস ও ৩২ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।