সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

ক্রিকেট দুনিয়া December 28, 2023 617
সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।


প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে এই ফরম্যাটে নয় ম্যাচ হারের খড়া কাটাতে সক্ষম হয় টাইগাররা।


এর আগে নিজেদের মাটিতে তিন ম্যাচের সিরিজে টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে ২-১ এবং আফগানিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে এ বছর তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই ফরম্যাটে কোন সিরিজ না হেরে বছর শেষ করতে পারবে টাইগাররা।


ঘরের মাঠে এক বর্ষপঞ্জিতে ওয়ানডে ফরম্যাটে সব সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু ঘর ও বিদেশের মাটি মিলিয়ে যেকোনো ফরম্যাটে সব সিরিজে অপরাজিত থাকার মাইলফলক এখনো অর্জন করতে পারেনি টাইগাররা।


সব মিলিয়ে এ পর্যন্ত এই ফরম্যাটে ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে বাংলাদেশ জয় মাত্র ৪টিতে এবং নিউজিল্যান্ড জিতেছে ১৪টিতে।