মাশরাফিকে টপকে দ্রুততম সেঞ্চুরি করলেন হাবিবুর

ক্রিকেট দুনিয়া December 28, 2023 1,481
মাশরাফিকে টপকে দ্রুততম সেঞ্চুরি করলেন হাবিবুর

দেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী ব্যাটার হাবিবুর রহমান সোহান। ভেঙেছেন মাশরাফি মর্তুজার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই কীর্তি গড়েছেন তিনি।


বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে ২০২ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নামেন সিরাজগঞ্জের ছেলে হাবিবুর। শুরু থেকেই মারকুটে শুরু করেন তিনি। ৪৯ বলে পূর্ণ করেন নিজের ১৮টি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।


দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে আটটি ছক্কার শট হাঁকান ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতার এই ব্যাটার। এছাড়া সাতটি চারের শট মারেন একদিন আগে কক্সবাজারে পশ্চিমাঞ্চলের বিপক্ষে শূন্য করে আউট হওয়া হাবিবুর।


দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে তিনি মাশরাফির ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। মাশরাফি ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ওই কীর্তি গড়েছিলেন। ফতুল্লায় কলাবাগানের বিপক্ষে ওই ইনিংস খেলেছিলেন তিনি।


সূত্রঃ সমকাল অনলাইন