টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

ক্রিকেট দুনিয়া December 27, 2023 408
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

২০২২ সালে কিউইদের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে টেস্ট জয়ের পর এবার রঙিন পোশাকেও জয়ের দেখা পেয়েছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি লাল-সবুজের দল।


তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


কিউইদের বিপক্ষে এ সিরিজের তিন ম্যাচসহ আসন্ন ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে মোট ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর আসন্ন বিশ্বকাপের আগে এসব ম্যাচ দিয়েই প্রস্তুতি সারতে চায় টাইগাররা।


কিউইদের বিপক্ষে তাদের ঘরের মাটিতে এখনো পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম জয়ের পর এবার তাই এই ফরম্যাটেও প্রথম জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে শান্ত-মিরাজরা।


বাংলাদেশের একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।


নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।