এবার তাসকিনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো !!

ক্রিকেট দুনিয়া December 25, 2023 1,657
এবার তাসকিনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো !!

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা ছিল অনেক । তবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ব্যর্থতাকে সঙ্গী করে। এদিকে বিশ্বকাপ শেষে তাসকিনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।


বিশ্ব আসরে বাংলাদেশের পেসারদের কাছে এবার সমর্থকদের প্রত্যাশা ছিল আগের চেয়ে অনেক বেশি। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তাসকিন, শরিফুল, মুস্তাফিজরা। তিনি জানান, বিশ্বকাপে শতভাগ ফিট ছিলেন না তাসকিন!


এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরীফুলকে আইপিএলে না দেওয়ার কারণ হচ্ছে, তাদের চোট। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে, সে প্রায় ফিট। আপনারা জানেন, বিশ্বকাপে তাসকিন শতভাগ ফিট ছিলো না। ৫০ ভাগ ফিটনেস নিয়ে সে খেলেছে। বিশ্বকাপ হওয়ায় আমরা তাকে ম্যানেজ করে খেলিয়েছি।’


তার বোলিং দেখেই অবশ্য বোঝা যাচ্ছিল, ঠিকঠাক হচ্ছে না কোনো কিছু। পরে জানা যায়, কাঁধের পুরনো চোট মাথাচাড়া দিয়েছে আবার। বিশ্বকাপের মাঝামাঝি সময়ে দুটি ম্যাচ খেলতে পারেননি। যে ম্যাচগুলি খেলেছেন, অনেকটা নিজের ছায়া হয়ে ছিলেন। ৭ ম্যাচে শিকার করেছেন স্রেফ ৫ উইকেট।


এদিকে তামিম ইকবাল ইস্যুতে জালাল বলেন, ‘তামিম তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে বলেছে।’