সৌম্যর চোখে কী হয়েছিল যে শেষ পর্যন্ত মাঠই ছাড়তে হয় ?

ক্রিকেট দুনিয়া December 23, 2023 2,749
সৌম্যর চোখে কী হয়েছিল যে শেষ পর্যন্ত মাঠই ছাড়তে হয় ?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানোর পর আজ ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল নাজমুল শান্তর দল। তবে টাইগাররা শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় দিয়ে কিউইদের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে ম্যাচ জিতল।


নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে আগের ১৮টি ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। অবশেষে সে ধারা ভাঙল আজ। উনিশতম ম্যাচে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।


তবে বাংলাদেশের এমন জয়ের দিনেও কিছুটা অস্বস্তি ছিল টাইগার শিবিরে। ব্যাটিংয়ের সময় পঞ্চম ওভারের পঞ্চম বল শেষে চোখে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে চলে যান ওপেনার সৌম্য সরকার।


মূলত চোখের সমস্যার কারণেই মাঠ ছাড়তে হয় টাইগার অলরাউন্ডারকে। তবে প্রশ্ন উঠেছে সৌম্যের চোখের সমস্যা কি পুরনো? সৌম্যের চোখে সমস্যার কারণ কি তা জানিয়েছে নিউজিল্যান্ডের একটি গণমাধ্যম।


নিউজিল্যান্ড হেরাল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটিংয়ের সময় সৌম্যের চোখে একটি পোকা উড়ে গিয়ে পড়েছিল। যার কারণে তাঁর অস্বস্তি বোধ হয়। এছাড়াও তারা জানিয়েছে সেই বন্যপ্রাণী ছাড়া টাইগারদের কোনো ভোগান্তিতে ফেলতে পারেনি কিউই বোলিং অ্যাটাক। যা সমস্যা তৈরি করেছে তা শুধুই সেই বন্যপ্রানীটি।


অ্যাডাম মিলনে ও জ্যাকব ডাফির প্রথম দুই ওভারের পুরোটা খেলে মাত্র ৩ রান করতে পারেন সৌম্য। মাঝে চোখের সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। পঞ্চম ওভারে ফিজিওকে মাঠে ডেকে চোখে ড্রপ দেন। তাতেও সমস্যা দূর না হওয়ায় ১৬ বলে ৪ রান করে সৌম্য রিটায়ার্ড হার্ট হয়েছেন।

সৌম্যের মাঠ ছেড়ে চলে যাওয়ায় টাইগার শিবিরে তেমন কোন শঙ্কা নেই। এই ওপেনার সুস্থ রয়েছেন ।


অবশ্য প্রয়োজন পড়লে পরে মাঠে নামার পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু এনামুল বিজয় (৩৭) ও নাজমুল হোসেন (৫১*) শান্তর ম্যাচ জেতানো ব্যাটিংয়ে তাকে কষ্ট করে মাঠে নামার প্রয়োজন হয়নি। টি-টোয়েন্টি সিরিজে শতভাগ ফিট হয়ে খেলবেন।