আবারও মুম্বাইয়ের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা

ক্রিকেট দুনিয়া December 23, 2023 929
আবারও মুম্বাইয়ের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা

সময়টা খুব ভালো যাচ্ছেনা রোহিতের । প্রথমে বিশ্বকাপ ফাইনাল হার এরপর মুম্বাইয়ের অধিনায়কত্ব হারানো । তবে এবার মুম্বইয়ের হারানো নেতৃত্ব ফিরে পাচ্ছেন রোহিত !


গুজরাত থেকে হার্দিককে মুম্বইয়ে আনার পরেই পরিষ্কার হয়েছিল, দলের অধিনায়কত্ব তাঁকে দেওয়া হতে পারে। সেই নিয়ে যশপ্রীত বুমরা আচমকা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তিনি রোহিতের পরে সিনিয়র ছিলেন মুম্বই দলে। কিন্তু হার্দিককে এনে তাঁর প্রতি বেশি আস্থা দেখান নীতা আম্বানিরা।


শনিবার সকালের পর থেকে পরিষ্কার হয়ে যায়, হার্দিক পান্ডিয়ার চোটের কারণে এবার আইপিএল খেলা সম্ভব নাও হতে পারে। তাই রোহিতকেই দলের নেতা করা হতে পারে। তিনি দলকে পাঁচবার খেতাব এনে দিয়েছেন। তারপরেও তাঁকে কেন সরানো হল সেই নিয়ে প্রশ্ন ছিল।


রোহিত-ফ্যানরা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পোড়াতে শুরু করল, মারাঠা আবেগে আনফলো করার হিড়িক

মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা এই নিয়ে ক্ষুব্ধ। তাঁরা এই অবিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এখন প্রশ্ন হল, এরপরেও কি রোহিত দলের নেতা হবেন? তিনি কি তা হলে বুমরার হাতে দলের অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ দেবেন? সেটা নিয়েই জোর গুঞ্জন। পাশাপাশি রোহিত দলের নেতা হয়ে ফের আরও একবার চ্যাম্পিয়ন করতে পারলে হার্দিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে।


এক ক্রিকেটভক্ত ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন, ‘সপ্তমবারের মতো ট্রফি জেতার জন্য আসছেন রোহিত শর্মা। সেটি হাসপাতালের বিছানায় শুয়ে দেখবেন হার্দিক।’ আবার এও হতে পারে, মুম্বই কর্তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রোহিত এবার অন্য দলেরও অধিনায়ক হতে পারেন। সেক্ষেত্রে দিল্লি দলের অধিনায়কও হতে পারেন।