চেন্নাইয়ের স্লো উইকেটে কার্যকরি হবে মুস্তাফিজ বলছেন ইরফান

ক্রিকেট দুনিয়া December 21, 2023 10,290
চেন্নাইয়ের স্লো উইকেটে কার্যকরি হবে মুস্তাফিজ বলছেন ইরফান

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ২০২৪ আসরের নিলামে দল পেয়েছে মুস্তাফিজ । দুই কোটি ভিত্তি মুল্যে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস । টাইগার এই পেসারের দল পাওয়া নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।


চেন্নাইয়ের দলে থাকলেও বাংলাদেশের তারকা এই পেসার একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে ভারতের সাবেক পেসার ইরফান মনে করেন, পাথিরানার দারুণ বিকল্প হতে পারেন মুস্তাফিজ। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে মুস্তাফিজ দারুণ পারফরম্যান্স করবে বলেও মনে করেন ইরফান।


তিনি বলেন, ‘চেন্নাই মুস্তাফিজকে দলে নিয়েছে। সে যদি চেন্নাইয়ে খেলে যেখানে উইকেট স্লো তাহলে অনেক কার্যকরী হতে পারে। যদি পাথিরানাকে না খেলানো হয়, মোস্তাফিজকে ব্যবহার করা যেতে পারে। পাথিরানা যদি চোটে পড়ে যায়, আপনার হাতে এমন দারুণ এক বিদেশি পেসার আছে যে অভিজ্ঞতায় টইটম্বুর।’


ইতোমধ্যেই চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলংকার পেসার পাথিরানা। গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।


বিদেশি পেসার হিসেবে পাথিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই। এছাড়া ভারতের চাহার, তুষার দেশপান্ডও রয়েছেন দলে। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল। একাদশে সুযোগ পেতে হলে মুস্তাফিজকে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাথিরানার সঙ্গে।