নিলামে স্টার্ক-কামিন্সের বেশি দাম হওয়ার কারন জানা গেলো

ক্রিকেট দুনিয়া December 21, 2023 2,759
নিলামে স্টার্ক-কামিন্সের বেশি দাম হওয়ার কারন জানা গেলো

আইপিএল ২০২৪ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখে অজি পেসার মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর। আরেক অজি পেসার প্যাট কামিন্সও বিক্রি হয়েছেন ২০ কোটি রুপিতে । তা নিয়েই চলছে আলোচনা আর গবেষনা ।


মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্পেনসার জনসন, হর্ষল প্যাটেলসহ এবার আইপিএলে যেসব প্লেয়াররা বড় দাম পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন পেসার। ব্যাটিং সহায়ক আইপিএলে পেসারদের এই দাপট দেখে অবাক হয়েছেন অনেক সমর্থকই। যেখানে বড় রানের দিকে তাকিয়ে থাকেন সমর্থকরা সেই সময় বোলারদের পিছনে এই বিপুল বিনিয়োগ অনেকেরই মাথার উপর দিয়ে গিয়েছে। ভারতের স্পিন সহায়ক পিচে এবার স্পিনাররা সেভাবে পাত্তাই পাননি, শেষ হাসি হেসেছেন জোরে বোলাররা। আইপিএলে এই উলটপুরানের নেপথ্যে রয়েছে বোর্ডের একটি সিদ্ধান্ত।


আইপিএল নিলামের কয়েকদিন আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়। সেটা হচ্ছে, এবার থেকে আইপিএলে ওভারে দুটো করে বাউন্সার দেওয়া যাবে। এতদিন যেই সংখ্যাটা ছিল এক। দুটো বাউন্সার দেওয়ার নিয়ম চালু হওয়ায় পেসারদের হাসি চওড়া হয়েছে। এরফলে পেসারদের ক্ষমতা অনেক বাড়বে।


বিসিসিআই দীর্ঘদিন ধরে ওভারে দুটো বাউন্সারের নিয়ম করার কথা ভাবছিল। সেইকারণে ২০২৩ সালে তারা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম চালু করে। পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করায় তা সফল হয়। সেই কারণে এবার সেটা আইপিএলে চালু করা হল। বিশেষজ্ঞরা মনে করেন, ওভারে দুটো করে বাউন্সার থাকলে প্রতিযোগিতা থাকবে। বোলাররাও বুদ্ধি করে বল করতে পারবে।


তবে এই সিদ্ধান্তের বিপক্ষেও অনেকে কথা বলেছেন। তাঁদের মতে, ওভারে দুটো করে বাউন্সার দিলে তাতে ব্যাটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। টি-২০ ম্যাচটাকে ব্যাটারদের ম্যাচ হওয়ার হাত থেকে বাঁচাতেই যে এই সিদ্ধান্ত তা বোঝা গিয়েছে।



দুটো বাউন্সার চালু হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো আর বেশি দেরি করেনি। নিলামের শুরু থেকেই তারা পেসার নিতে নেমে পড়ে। সেই হিসেবে তারা একেরপর এক জোরে বোলারকে দলে নেয়। বিশেষ করে কামিন্স, স্টার্কদের মত বাউন্সার খুব কম প্লেয়ারই দিতে পারেন। এদের উচ্চতা ও গতি বড় অস্ত্র। এই কারণে এবার পেসাররা বড় দাম পেয়েছেন ও স্পিনাররা সেভাবে পাত্তাই পাননি।


স্পিন কি শেষ?

এবার নামকরা স্পিনারদের মধ্যে কেউ দল পেয়েছেন, আবার কেউ দল পাননি। যা দেখার পর সমর্থকদের প্রশ্ন, এভাবেই যদি চলতে থাকে তাহলে কি আইপিএল থেকে স্পিনাররা শেষ হয়ে যাবেন? কারণ বাউন্সি ও ব্যাটারদের সহায়ক পিচে স্পিনারদের ওভার শেষ করা ছাড়া আর কোনও রাস্তা থাকবে না।