সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা দুই পরাজয়ের পরও অবশ্য সৌম্য সরকারের রেকর্ডময় ইনিংস টাইগারদের কিছুটা স্বস্তি দিচ্ছে। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ১৬৯ রানে ভর করে নেলসনে সফরকারীরা প্রায় তিনশ ছোঁয়া পুঁজি গড়ে।
যদিও ব্যাটিং সহায়ক উইকেটে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না, যা কিউই ব্যাটাররা ৭ উইকেটের জয়ে প্রমাণ দিয়েছে। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে ঝরেছে সৌম্যের স্তুতি। বলেছেন তাকে দলে নেওয়ার বিষয় নিয়েও।
মিরপুরে আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বলেন, ‘অনেকদিন পর সৌম্যের একটা ইনিংস দেখলাম, তাও আবার বড় ইনিংস খেলেছে। ১৫০+ রান মোটেও সহজ না ওই উইকেটে। কোচ যখন তাকে দলের মধ্যে চেয়েছে আমরাও তাকে সাপোর্ট দিয়েছি।’
ব্যাটিংয়ে ধারাবাহিক সৌম্যকে পাওয়াটা শক্তির বলে উল্লেখ করেন এই বিসিবি কর্মকর্তা, ‘কোচের নিশ্চয়ই কোনো প্লান আছে, সে মনে করেছে এই ধরনের উইকেটে— বিশেষ করে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের এরকম সিমিং উইকেটে সৌম্যকে সবচেয়ে ফিট খেলোয়াড় মনে হয়েছে তার ওই জায়গাটায়। এজন্য তাকে কন্টিনিউ করাচ্ছিল। সৌম্য যদি আবার ক্যামব্যাক করে তো আমি বলব এটা আমরা একটা শক্তি পেলাম।’
এদিকে ম্যাচ শেষে সৌম্যের এমন ইনিংস নিয়ে কিউই ব্যাটার হেনরি নিকোলস বলেন, ‘ফ্যান্টাস্টিক ইনিংস, সৌম্যর ইনিংসটা দারুণ। আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে সে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস। সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আজ সে এটা প্রমাণ করেছে।’
সূত্রঃ ঢাকা পোস্ট