এবারের নিলামে সর্বোচ্চ দাম পেলেন যে ১০ জন ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া December 19, 2023 2,369
এবারের নিলামে সর্বোচ্চ দাম পেলেন যে ১০ জন ক্রিকেটার

আইপিএলের ২০২৪ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে মিচেল স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ দামে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।


নিলামে দ্বিতীয় সেটে ইতিহাসের সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপি দামে প্যাট কামিন্সকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। ঘণ্টাখানেক বাদে ভেঙে যায় সেই রেকর্ড। কামিন্সকে ছাড়িয়ে যান স্বদেশি পেসার মিচেল স্টার্ক। গুজরাট টাইটান্সের সঙ্গে লড়াই করে আইপিএল রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।


নিলামে সর্বোচ্চ ১০জন ক্রিকেটার কিনেছে কলকাতা। সর্বনিম্ন পাঁচজন করে কিনেছে বেঙ্গালুরু ও রাজস্থান। নিলাম ও রিটেইন্ড মিলিয়ে ২৫ জনের কোটা পুর্ণ করেছে সাতটি দল- দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।


স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা সবচেয়ে কম রাজস্থান রয়্যালসের। নিলাম ও রিটেইন্ড মিলিয়ে ২২ জনকে নিয়ে দল সাজিয়েছে তারা। কলকাতা নাইট রাইডার্স ২৩ জন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল সাজিয়েছে ২৪ জন নিয়ে।


এক নজরে নিলামে সর্বোচ্চ দাম পেলেন যে ১০ জন

১. মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি)- কলকাতা নাইট রাইডার্স

২. প্যাট কামিন্স (২০.৫০ কোটি)- সানরাইজার্স হায়দরাবাদ

৩. ড্যারিল মিচেল (১৪ কোটি)- চেন্নাই সুপার কিংস

৪. হার্শাল প্যাটেল (১১.৭৫ কোটি)- পাঞ্জাব কিংস

৫. আলজারি জোসেফ (১১.৫০ কোটি)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

৬. স্পেন্সার জনসন (১০ কোটি)- গুজরাট টাইটান্স

৭. সামীর রিজভী (৮.৪০ কোটি)- চেন্নাই সুপার কিংস

৮. রিলি রুশো (৮ কোটি)- পাঞ্জাব কিংস

৯. রোভম্যান পাওয়েল (৭.৪০ কোটি) রাজস্থান রয়্যালস

১০. শাহরুখ খান (৭.৪০ কোটি)- গুজরাট টাইটান্স।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন