সেই ধোনির দলই মুস্তাফিজকে কিনলো আইপিএলে

ক্রিকেট দুনিয়া December 19, 2023 4,568
সেই ধোনির দলই মুস্তাফিজকে কিনলো আইপিএলে

হায়দরাবাদ দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ পরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। এরপর রাজস্থ্যান রয়্যালসে ছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তবে আগামী আসরের জন্য দিল্লি তাকে ধরে রাখেনি। । তাই নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজ। এবার দলও পেয়ে গেলেন। ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।


বাংলাদেশ সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল দেড়টার ভারতীয় কন্যা মল্লিকা সাগরের সঞ্চালনার এই নিলাম শুরু হয়। নিলামে দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়েছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।


আর চেন্নাইতে দল পাওয়া নিয়েই সোশ্যাল মিডিয়াতে চলছে হাস্যরস । ধোনি-মুস্তাফিজের পুরানো একটা ভিডিও ভাইরাল হয়েছে ।


এর অবশ্য কারন আছে, ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে টিম ইন্ডিয়া । বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডের ২৫তম ওভারে ধোনি-মুস্তাফিজ অঘটন ঘটে । ধোনি ছুটছিলেন রান নেওয়ার জন্য; উইকেটে ধোনির পথে দাঁড়িয়ে ছিলেন বোলার মুস্তাফিজ। হুট করেই গতিপথ একটু বদলে মুস্তাফিজকে ধাক্কা মারেন ধোনি। পিচের মাঝ থেকে অন্যপ্রান্তে ছিটকে যান মুস্তাফিজ। ব্যাথা পেয়ে ওভার শেষ না করে মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে কিছু সময়ের জন্য।


ঐ ঘটনার পর সমালোচনার মুখে পরেন ধোনি । যদিও ধোনি এর জন্য নিজের পক্ষেই যুক্তি দেখান আর মুস্তাফিজ নিজের ভুল স্বীকার করেন । কিন্ত এবার যে তারা দুজন খেলবেন একই দলের হয়ে । নিজেদের তিক্ত সম্পর্ক এবার বন্ধুত্বে রুপ নিবে হাজার ক্রিকেট প্রেমির এটাই চাওয়া ।


আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।