কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া December 19, 2023 470
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো পাকিস্তান

সংক্ষিপ্ত ফরম্যাটে শাহিন শাহ আফ্রিদির অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। যার জন্য ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস ও ইনজুরিতে থাকা অলরাউন্ডার শাদাব খান।


আগামী ১২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। যেখানে শাহিনের অধীনে খেলবেন সাবেক অধিনায়ক বাবরও। আসন্ন সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি, হাসিবুল্লাহ খান। এছাড়া পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শাহিবজাদা ফারহানকে। সর্বশেষ ২০১৮ সালে অভিষেক হওয়ার পর তিনি ৩ ম্যাচ খেলেছিলেন, কিন্তু তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।


ফরম্যাটটিতে ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সায়েম আইয়ুব এবং ৫ ম্যাচ খেলা বিধ্বংসী ব্যাটসম্যান আজম খানও স্কোয়াডে আছেন। একাদশে সুযোগ পেলে বাবর, ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে তাদেরও খেলতে দেখা যাবে।


আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান। এরপর ১৪ জানুয়ারি হ্যামিল্টন, ১৭ জানুয়ারি ডানেডিন, ১৯ জানুয়ারি ও ২১ জানুয়ারি শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দু’দল। পাকিস্তান দল দেশ ছাড়ার আগে ২৫ ডিসেম্বর থেকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি ক্যাম্প করবে।


পাকিস্তান স্কোয়াড :


শাহিন আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সায়েম আইয়ুব, শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমের জামাল, আব্বাস আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মির, হারিস রউফ ও জামান খান।


সূত্রঃ ঢাকা পোস্ট