এশিয়া কাপ ঘিরে দেশের মানুষের খুব প্রত্যাশিত ছিল সেটা বোধহয় বলার সুযোগ নেই। তবে ক্রিকেটারদের মাঝে তাড়নার কমতি ছিল না একটুও। সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরার আগে মাহফুজুর রহমান রাব্বি বলেছিলেন, ‘নিজেদের প্রক্রিয়াটা মেনে ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই।’
সোমবার দেশে ফিরে বিসিবি’তে সংবর্ধনা পেয়েছেন তরুণ এই ক্রিকেটাররা। সেখানে প্রথমবার দেশকে যুবা এশিয়া কাপের শিরোপা এনে দেওয়া অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি জানান, বিশ্বকাপের (অনূর্ধ্ব-১৯) আগে এশিয়া কাপ জিতে তাদের দায়িত্ব বেড়ে গেছে।
রাব্বি বলেন, ‘প্রথমবার আমরা এশিয়া কাপ জিতলাম। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। সামনে বিশ্বকাপ আছে, আমাদের দায়িত্বটা তাই বেড়ে গেছে। এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের খুব ভালো প্রস্তুতি হয়েছে। এখানে আমাদের প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং ছিল। আমরা ভালো খেলার চেষ্টা করেছি।’
এশিয়া কাপে ভালো খেলার পেছনে বিসিবির সুযোগ-সুবিধার অবদান আছে বলে মন্তব্য করেছেন এই তরুণ। তিনি জানান, ভালো সুযোগ-সুবিধা পেয়েছেন তারা। বিদেশি কোচ পেয়েছেন। হেড কোচ স্টুয়ার্ড ল, ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের পরামর্শ কাজে লেগেছে তাদের।
এশিয়া কাপের আগে আগে দলের নেতৃত্বভার পান রাব্বি। তবে তিনি জানিয়েছেন, অধিনায়ক নয় খেলোয়াড় হিসেবে আরও ছয় মাস আগে থেকে এশিয়া কাপ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিলেন তিনি, ‘
টিম ম্যানেজমেন্ট ও সতীর্থ সকলেই সমর্থন দিয়েছে। তারা সমর্থন না দিলে সাফল্য আসত না। আগে কখনও আমরা এশিয়া কাপ জিতিনি। খেলোয়াড় হিসেবে আরও ছ’মাস আগে থেকে আসরটি নিয়ে পরিকল্পনা করেছিলাম।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবারা। এবার রাব্বিদের সামনে ওই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বকাপ নিয়ে তিনি জানান, তারা ভালো খেলার চেষ্টা করবেন। দলের ব্যাটার-বোলার-ফিল্ডাররা ভালো টাচে আছে। এই ধারাবাহিকতা রাখতে পারলে বিশ্বকাপে ভালো করার বিষয়ে আশাবাদী তিনি ও তার দল।