এবার নিষিদ্ধ হলেন আফগান পেসার নাভিন উল হক

ক্রিকেট দুনিয়া December 18, 2023 1,460
এবার  নিষিদ্ধ হলেন আফগান পেসার নাভিন উল হক

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছে নাভিন উল হককে। আফগানিস্তানের এই পেসারের বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।


আইএল টি-টোয়েন্টির সর্বশেষ মৌসুমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন নাভিন। ৯ ম্যাচে ২৪.৩৬ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আফগানিস্তানের এই পেসার।


তার পরিকল্পনা ছিল ওয়ানডে থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দেয়া। যদিও এবার নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও সমালোচনায় পড়েছিলেন।


নাভিনকে আগামী আসরের জন্য রিটেইন করেছিল শারজাহ। যদিও সেই চুক্তি সাক্ষর করতে অস্বীকার করেছেন এই আফগান ক্রিকেটার। এ কারণেই তার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে তাকে নিষিদ্ধ করেছে টুর্নামেন্টের আয়োজকরা।


আইএল টি-টোয়েন্টির তিন সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে এই অপরাধের সত্যতা পেয়েছে। এই কমিটিতে ছিলেন টুর্নামেন্টের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে সিকিউরিটি এবং দুর্নীতি দমন প্রধান কর্নেল আজম ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাস।