বাংলাদেশের বিপক্ষে দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া December 18, 2023 1,705
বাংলাদেশের বিপক্ষে দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ এক ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে কিউইদের। ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও টাইগারদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন এই পেসার।


জানা গেছে, বাংলাদেশ সফরে পাওয়া চোটের কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। সিরিজের প্রথম ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি। মূলত চোট থেকে সেরে ওঠার জন্যই জেমিসনকে বিশ্রাম দেয়া হয়েছে।


কাইল জেমিসনের পরিবর্তে সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচের জন্য বেন সিয়ার্সকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান, জেমিসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। তিনি বলেন, সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে।


এরপর তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই জেমিসন যেন তার সেরা অবস্থানে থাকে। অপ্রয়োজনীয় ঝুঁকি আমরা নেব না। চলমান এই সিরিজ দিয়ে নতুন কয়েকজনকে পরীক্ষা করে নিতে চাইছি। সিয়ার্সও সেই তালিকার একজন।


উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালে হ্যামস্ট্রিং চোট পান জেমিসন। এরপর থেকেই বিশ্রামে কাটছে এই পেসারের সময়।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ