জিম্বাবুয়েকে হারিয়ে আয়ারল্যান্ডের ওডিয়াতেও সিরিজ জয়

ক্রিকেট দুনিয়া December 18, 2023 940
জিম্বাবুয়েকে হারিয়ে আয়ারল্যান্ডের ওডিয়াতেও  সিরিজ জয়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ম্যাচের সাথে সিরিজও জিতে নিয়েছে আইরিশরা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি ভেসে গিয়েছিল, বাকি দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল আয়ারল্যান্ড।


হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। বৃষ্টির বাগড়ার ফলে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তিনাশে কামুনহুকামুয়ের উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ২ বলে ১ রান করে আউট হন তিনি। তবে ওপেনার জয়লর্ড গাম্বি ক্রিজে অটল ছিলেন। সাবলীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন তিনি।


মাঝে আরও ২ উইকেটের পতনের ফলে ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। গাম্বি এবং রাজার জুটিটা বেশ জমে যায়। ৩৩ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাজা। আরেকদিকে ফিফটি তুলে নেন গাম্বি। ১০৬ বলে ৭২ রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ১৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ওয়েলিংটন মাসাকাদজা। সব মিলিয়ে ৪০ ওভারে ১৯৭ রান তুলে অলআউট হয় জিম্বাবুয়ে।


ডাক ওয়ার্থ লুইস স্টার্ন মেথডে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২০১ রান। ব্যাট করতে নেমে দলের ১২ রানের মাথায় অধিনায়ক পল স্টার্লিংয়ের উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর ভালোভাবেই পরিস্থিতি সামাল দেন অ্যান্ড্রু বালবির্নি এবং কার্টিস ক্যাম্ফার। দুজনের সাবলীল ব্যাটিংয়ে শক্ত ভিত্তি পায় আইরিশদের ইনিংস। ফিফটির খুব কাছে গিয়েও ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন ক্যাম্ফার। ৫০ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের ৮২ রানের মাথায় বিদায় নেন তিনি।


তবে এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন বালবির্নি। ফিফটি ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বাকি সময়টায় বালবির্নিকে সঙ্গ দিয়েছেন হ্যারি টেক্টর, লরকান টাকাররা। কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকা বালবির্নি দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। সেঞ্চুরির খুব কাছে চলে গেলেও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি বালবির্নি। ১০২ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন আইরিশ ওপেনার। এছাড়া ৪২ বলে ৩৩ রান করেন টেক্টর। শেষ দিকে ২৩ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন টাকার। ১৩ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।


জিম্বাবুয়ের হয়ে ১টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি, ব্রেন্ডন মাভুটা এবং লুক জঙ্গুয়ে।


এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।