দক্ষিন আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিলো ভারত

ক্রিকেট দুনিয়া December 17, 2023 2,408
দক্ষিন আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিলো ভারত

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে রীতিমত উড়িয়ে দিয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে আর্শদ্বীপ শিং ও আবেশ খানের বোলিং তোপে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ এটি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৭তম ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জোহানেসবার্গে 'পিংক ডে' আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। তবে নিজেদের এমন আয়োজনের দিনে লজ্জায় ডুবেছে এইডেন মার্করামের দল। ব্রেস্ট ক্যানসারের সচেতনতায় এক দশক ধরে ‘পিংক ডে’ ওয়ানডে আয়োজন করে আসছে প্রোটিয়ারা। যেখানে প্রথম ১১ ম্যাচের ৯টিতেই জয়ের মুখ দেখেছে স্বাগতিকেরা। তবে আজ মুদ্রার উল্টো পিঠ দেখল ক্রিকেট সাউথ আফ্রিকা।


টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তাতেই নিজেদের জন্য কাল ডেকে আনে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্শদ্বীপের জোড়া আঘাতে বিপাকে পড়ে মার্করামের দল। দলীয় ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টানেন ওপেনার ডি জর্জি ও অধিনায়ক মার্করাম।


তবে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে গিয়ে আরো দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫২ রানে ৪ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। যার সবকটি নেন আর্শদ্বীপ। পাওয়ার প্লের পর বল হাতে আগুন ঝরানো শুরু করেন আরেক পেসার আবেশ খান।


এই ডানহাতি পেসারের গতির কাছে হার মানেন এইডেন মার্করাম, ডেভিড মিলাররা। দলীয় ৭৩ রানে আট উইকেট হারিয়ে একশ'র আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আফ্রিকা। তবে শেষ দিকে আন্দিলে ফিকোয়াওয়ের ৩৩ রানের ইনিংসে শতরান পার করে প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায় ম্যান ইন পিংকরা। ভারতের হয়ে ৫টি উইকেট নেন আর্শদ্বীপ ও ৪টি উইকেট শিকার করেন আবেশ খান।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত সাই সুদর্শনের অর্ধশতক ও শ্রেয়াস আইয়ার ফিফটিতে ১৬.৪ ওভারেই জয় তুলে নেয় ভারত। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল লোকেশ রাহুলের দল।


সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।


সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২৭.৩ ওভারে ১১৬ (ফিকোয়াও ৩৩, জর্জি ২৮, মার্করাম ১২; অর্শদীপ ৫/৩৭, আবেশ ৪/২৭)।


ভারত: ১৬.৪ ওভারে ১১৭/২ (সুদর্শন ৫৫*, আইয়ার ৫২; ফিকোয়াও ১/১৫, মাল্ডার ১/২৬)।


ফল: ভারত ৮ উইকেটে জয়ী।


ম্যাচসেরা: অর্শদীপ সিং।