জয়ের জন্য শান মাসুদের দলকে ৪৫০ রানের বিশাল লক্ষ্য দেয় অস্ট্রেলয়া। চতুর্থ ইনিংসে এত রান করে জয়ের নজির নেই। জিততে হলে তাই নতুন কীর্তি গড়তে হতো সফরকারীদের। পাকিস্তানও পারেনি প্রায় অসম্ভব ওই কীর্তি গড়তে।
বিশাল লক্ষ্যে পিছু ছুটতে নেমে ৮৯ রানে গুঁড়িয়ে গেছে সফরকারীদের ইনিংস। ৩৬০ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান।
রান তাড়ায় খুব বাজে শুরু করেছে পাকিস্তান। ৪৮ রানে তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের চার ব্যাটারকে। ২ রান করে আব্দুল্লাহ শফিকের আউটে শুরু। এরপর একে একে সাজ ঘরে ফেরেন ইমাম উল হক (১০ রান), অধিনায়ক শান মা্সুদ (২ রান), সাবেক অধিনায়ক বাবর আজমও (১৪ রান)। আহমরি কিছু করে দেখাতে পারেননি পরের দিকের ব্যাটাররাও।
তাই একশর নীচে আটকে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড ৩টি করে , নাথান লায়ন ২টি এবং প্যাট কামিন্সের শিকার ১ উইকেট।
এ দিন দুই উইকেট নিয়ে টেস্টে ৫০০ উইকেট শিকারীদের অভিজাত ক্লাবে নাম উঠিয়েছেন নাথান লায়ন। মাত্র অস্টম বোলার বোলার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। ৫০০ টেস্ট উইকেট নেওয়া চতুর্থ স্পিনার লায়ন। অন্য তিনজন হলেও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরণ, অস্ট্রেলিয়ার শেন ওয়া্র্ন এবং ভারতের অনীল কুম্বলে।
এর আগে ২ উইকেটে ৮৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে উসামন খাজা ও মিচেল মার্শের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৩৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিনস।
৯০ রান করে আউট হয়েছেন উসমান খাজা। আর কামিন্স ইনিংস ঘোষণা দেওয়ার সময় মিচেল মার্শ অপরাজিত ছিলেন ৬৩ রানে। স্টিভেন স্মিথ করেন ৪৫ রান। পাকিস্তানের অভিষিক্ত বোলার খুররম শাহজাদ ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন