আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন পাপন

ক্রিকেট দুনিয়া December 16, 2023 9,189
আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন পাপন

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ৯ ম্যাচ খেলে পেয়েছে মাত্র ২ জয়। এমন ব্যর্থতায় ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজম্যান্ট নিয়ে চরম সমালোচনা হয়। কাঠগড়ায় তোলা হয় নির্বাচক কমিটিকেও। অনেকদিন ধরেই গুঞ্জন, মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বদলে যাচ্ছে।


এমনিতেও চলতি মাসে শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের চুক্তি। এদিকে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। আর তাই ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম। বিষয়টি নিয়ে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচের পুরস্কার দিতে এসে গণমাধ্যমকে পাপন বলেন, ‘দেখেন আপনাকে একটা কথা বলি, আমাদের একটা কমিটি আছে ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’


নতুন নির্বাচক প্যানেল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা ৭ তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিব, যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিন দিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।’


২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আশরাফুল এখনো ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাননি। তবে নির্বাচকের ভূমিকায় বিসিবি থেকে ডাক পেলে সাড়া দেওয়ার কথা জানিয়ে রেখেছেন তিনি, ‘যেহেতু ২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরনের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।’


সূত্রঃ সমকাল অনলাইন