নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। টাইগাররা এরপরই উড়াল দিয়েছে কিউইদের আতিথেয়তা নিতে। সেখানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। তবে এবার টাইগার স্কোয়াডে নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে এই সিরিজে তিনি জায়গা পাননি।
আগামীকাল ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর নাজমুল হোসেন শান্তর দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিবের অনুপস্থিতে দলের অলরাউন্ডারের অভাব দীর্ঘ দিন পরে ফেরা সৌম্য সরকার পূরণ করতে পারবেন বলে প্রত্যাশা করছেন টাইগার অধিনায়ক।
প্রথম ওয়ানডের আগের দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, 'আলাদা কোনও প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। সৌম্যর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার মনে হয় যে ওনার বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সাথে। যেহেতু সাকিব ভাই নাই। তাই ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর তাকে এই চিন্তা করেই অন্তর্ভুক্ত করেছে। সাথে তো অভিজ্ঞতা আছেই।'
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে খেলা চ্যালেঞ্জিং বলে মনে করেন শান্ত। তাই কন্ডিশনকেও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশকে। তবে শান্ত জানিয়েছেন এ ব্যাপারে কোন অজুহাত দেওয়া যাবে না। কারণ টাইগাররা এই কন্ডিশনে আগেও খেলছে।
শান্ত বলেন 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশি সমস্যা হবে না।'
সূত্রঃ অনলাইন