নিউজিল্যান্ড বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া December 14, 2023 5,063
নিউজিল্যান্ড বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

কিউইদের আমন্ত্রণে রঙিন পোশাকের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমান তিনটি করে ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আজ ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল সৌম্য-লিটনরা যাতে আগে ব্যাট করে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ।


লেগ স্পিনার হিসেবে পরিচিত রিশাদ এদিন ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৭ রান আসে তার ব্যাট থেকে। মাত্র ৫৪ বল মোকাবিলায় তিনি হাঁকান ১১ চার ও ৪ ছক্কা। তার কল্যাণেই বাংলাদেশের রান তিনশ ছাড়ায়। তিনি যখন ক্রিজে গিয়েছিলেন, তখন ১৮৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে বেশ চাপে ছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এরপর লিটন দাসের সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।


এই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন বিদায় নেন ৬৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৫ রানে। সেসময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২৫৪। তারপর তারা যে আরও ৮০ রান যোগ করে, সেখানে রিশাদেরই অবদান ৬৩। ছক্কা মেরে তিনি ফিফটি পেরিয়ে গিয়েছিলেন ৩৪ বলে। এরপর মুখোমুখি হওয়া ২০ বলে আনেন আরও ৩৬ রান।


এর আগে তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়ের ৪৭ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের শুরুটা হয় ভালো। ৩১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ করে সাজঘরে ফেরেন এনামুল। দ্বিতীয় উইকেটে ১০১ রানের বড় জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন তানজিদ ও সৌম্য সরকার। দুজনই পান হাফসেঞ্চুরির দেখা। তানজিদ আক্রমণাত্মক ঢঙে খেলে করেন ৫৮ রান। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা। ৮ চার ও ১ ছয়ে ৭১ বলে ৫৯ রান আসে সৌম্যর ব্যাট থেকে।


এই জুটি ভাঙার পর ৩৬ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা। তাওহিদ হৃদয় ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। আফিফ হোসেন থামেন ১৩ বলে ১০ রানে। তবে লিটনের দায়িত্বশীল ইনিংস ও শেষদিকে রিশাদের তাণ্ডবে তিনশ ছাড়িয়ে আরও উঁচুতে যায় দলের সংগ্রহ।


বাংলাদেশের দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড একাদশ। দলীয় ৩২ রানেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। এরপর স্কোরবোর্ডে ৮০ রান যোগ হতেই হারায় আরও দুই উইকেট।


তবে স্বাগতিকদের হয়ে আজ ১৫৬ রানের বিশাল এক জুটি গড়েছিলেন পোপলি এবং প্যাটেল। এ দুজনের বড় ইনিংসেই ম্যাচে ফিরে স্বাগতিকরা। তবে পোপলি ৯২ এবং প্যাটেল ৮৯ রান করে সাজঘরে ফিরলে আর কেউ দলের হাল ধরতে পারেননি। শেষদিকে ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জই ফিল্ড ।


শেষ পর্যন্ত নিউজিল্যান্ড একাদশ থামে ৪৯.২ ওভারে ৩০৮ রানেই। ফলে ২৬ রানের এক জয় পায় বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ- ৩৩৪/১০ (৪৯.৫ ওভার) (বিজয় ৩৩, তানজিদ ৫৮, সৌম্য ৫৯, হৃদয় ০, লিটন ৫৩, আফিফ ১০, রিশাদ ৮৭)।


নিউজিল্যান্ড একাদশ- ৩০৮/১০ (৪৯.২ ওভার) (পোপলি ৯২, সন্দীপ ৮৯ ;রিশাদ ৩/৫২)।