ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। ৫০ ওভারের এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এই অনুশীলন ম্যাচ দিয়ে গা গরমের সুযোগ পাচ্ছে টাইগাররা।
ইতোমধ্যে তরুণদের নিয়ে গড়া কিউই একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কোনো খেলোয়াড়ের এই একাদশে সুযোগ হয়নি।
নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দিবেন নর্দান ডিস্ট্রিক্টের ব্যাটার ভরত পপলি। একাদশে সুযোগ পাওয়া খেলোয়াড়রা গত দুই মৌসুম নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট সিরিজে মেজর অ্যাসোসিয়েশন ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে অংশ নিয়েছেন। এরমধ্যে এখনও দু’জনের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়নি।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ : ভরত পপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
সূত্রঃ চ্যানেল ২৪ অনলাইন